Responsive image
সর্বশেষ সংবাদ:

এডিএন টেলিকমের ইজিএম ও এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৭ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ২০২০) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এ সভাগুলো অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটিই এডিএন টেলিকমের প্রথম ইজিএম ও এজিএম, যেখানে পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডারগণ ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হন।

এডিএন টেলিকম লিমিটেড এর চেয়ারম্যান আসিফ মাহমুদ-এর সভাপতিত্বে সভাগুলো পরিচালনা করেন কোম্পানি সচিব মোঃ মনির হোসেন।

সভায় আইপিও ফান্ড ইউটিলাইজেশন এর সময়বর্ধন, বিগত অর্থবছরে কোম্পানির আয় ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।

সভায় প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মঈনুল ইসলাম, মোঃ মাহফুজ আলী সোহেল, নিয়াজ আহমেদ, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল ও খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক  হেনরী হিলটন, বোর্ডের উপদেষ্টা জহির আহমেদসহ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আবদুল আলীম উপস্থিত ছিলেন।

(এসএএম/২৪ ডিসেম্বর ২০২০)

Short URL: https://biniyougbarta.com/?p=133120

সর্বশেষ খবর