এনআরবিসি ব্যাংকের আইপিওতে আবেদন শেষ হবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আইপিও অনুমোদন পাওয়া ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণ শেষ হবে মঙ্গলবার, ০৯ জানুয়ারি। কোম্পানিটি গত ০৩ ফেব্রুয়ারি, বুধবার আইপিও আবেদন শুরু করেছিল।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে।
গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) রয়েছে ১৩ টাকা ৮৬ পয়সা।
এনআরবিসি ব্যাংকের ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।
(ডিএফই/০৮ ফেব্রুয়ারি, ২০২১)