Responsive image

এবারও ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

বিনিয়োগবার্তা ডেস্ক:  গতবারের মতো এবারও ভারতীয় ধনীদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। দ্বিতীয় অবস্থানে আছেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি।

মঙ্গলবার বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করেছে। খবর হিন্দুস্থান টাইমস।

ফোর্বসের তালিকা অনুযায়ী, গত বছরের মতো এবারও নিজের অবস্থান ধরে রেখেছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৪৫০ কোটি ডলার। তিনি শুধু ভারতেরই নন, বরং গোটা এশিয়ার সবচেয়ে ধনী মানুষ। তেল, গ্যাস, টেলিকম খাতে রয়েছে তার বিপুল বিনিয়োগ।

এর পরের অবস্থানে আছেন গৌতম আদানি। ফোর্বস বলছে, ২০২০ সালের থেকে গৌতম আদানির সম্পদের পরিমাণ পাঁচগুণ বেড়েছে। বর্তমানে তার সম্পদ ৫ হাজার ৫০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদার। তার মোট সম্পদ ২ হাজার ৩৫০ কোটি ডলারের সমপরিমাণ।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল ১০২ জন। এবছর তা বেড়ে ১৪০ জনে পৌঁছেছে।

তালিকায় নতুন যে দুজন প্রবেশ করেছেন তারা হলেন- সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মালিক সাইরাস পুনাওয়ালা ও সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘাবি।

(এসএএম/০৮ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=141636

সর্বশেষ খবর