Responsive image

এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের আইপিও’র ইউনিট বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইউনিট ইউনিটহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ফান্ডটির আইপিও ইউনিট শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে ৭১৯তম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার আংশ ৩ কোটি টাকা প্রদান করবে। বাকি ১৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

উল্লেখ্য, ফান্ডটির উদ্যোক্তা লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এমপ্লয়িজ গ্রাচ্যুইটি ফান্প ট্রাস্ট এবং সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।।

(কেএইচকে / ২৯ ডিসেম্বর ২০২০)

 

Short URL: https://biniyougbarta.com/?p=133562

সর্বশেষ খবর