Responsive image
সর্বশেষ সংবাদ:

এশিয়া অঞ্চলের উৎপাদন হাব হবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ এশিয়া অঞ্চলের বড় উৎপাদন হাব হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

গতকাল বুধবার ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশে কম খরচে উৎপাদন প্রক্রিয়ায় যেতে আগ্রহী ভারতের অনেক বড় প্রতিষ্ঠান ও লগ্নিকারী। সেক্ষেত্রে বাংলাদেশে নানা ইলেকট্রনিক পণ্য, নিরাপদ খাবার পানি ও অন্যান্য বিভিন্ন পণ্য উৎপাদন করে ভারতের বিভিন্ন অংশে নেওয়া সম্ভব হবে। এতে বাংলাদেশের অর্থনৈতিক সুবিধা যেমন বাড়ছে তেমনি এই অঞ্চলে বিভিন্ন পণ্যের দাম অনেক কমে যাবে।

ভারতীয় রাষ্ট্রদূত আরো বলেন, সড়ক, রেল এবং আকাশ পথে যোগাযোগ বাড়ানোর জন্য বাংলাদেশ ও ভারতকে আরো অনেক কাজ করতে হবে।

(এসএএম/০৭ জানুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=134291

সর্বশেষ খবর