কোস্টারিকাকে ১৮০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ

বিনিয়োগবার্তা ডেস্ক: কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কোস্টারিকা সরকারকে সহায়তার জন্য ১৮০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে আইএমএফের পরিচালনা পর্ষদ। খবর এএফপি।
এক বিবৃতিতে আইএমএফ জানায়, মধ্য আমেরিকার দেশটিকে জরুরি সহায়তার জন্য অবিলম্বে ২৯ কোটি ৬৫ লাখ ডলার দেয়া হচ্ছে। তিন বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে ১৮০ কোটি ডলার ঋণ ছাড়া হবে।
আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক মিত্সুহিরো ফুরুসাওয়া বলেন, কভিড-১৯-এর ধাক্কা কাটিয়ে উঠতে ত্বরিত পদক্ষেপ নিয়েছে কোস্টারিকা কর্তৃপক্ষ। মহামারীর আর্থসামাজিক প্রভাব বিশাল এবং দেশটি বড় আকারের বাজেট ঘাটতিতে পড়েছে। ঋণ সরবরাহ হলে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ফুরুসাওয়ার।
আইএমএফের প্রাক্কলন, ২০২১ সালে দেশটির অর্থনীতি ২ দশমিক ৬ শতাংশ সম্প্রসারিত হবে। পর্যটন খাত ৪১ শতাংশ পতনের জেরে গত বছর দেশটির অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিল।
(এসএএম/০৬ মার্চ ২০২১)