ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, হাক্কানি পাল্প, এম.আই. সিমেন্ট, আফতাব অটোস, নাভানা সিএনজি, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানি ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিগুলো। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে কুইন সাউথ টেক্সটাইল।
উল্লেখ্য, ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে ইনফরমেশন সার্ভিসেস ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, হাক্কানি পাল্প ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, এম.আই. সিমেন্ট, নাভানা সিএনজি ও আফতাব অটোস ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, কেপিপিএল দশমিক ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া কুইন সাউথ টেক্সটাইল ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।
(ডিএফই/০৭ ফেব্রুয়ারি, ২০২১)