Responsive image

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের নাম, ট্রেডিং কোড এবং খাত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি “গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেড” প্রতিষ্ঠানটির নাম, ট্রেডিং কোড এবং খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম ট্রেডিং কোড এবং খাত পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের নতুন নাম হবে “ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড”।

আগামীকাল ২৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। আর কোম্পানিটির ট্রেডিং কোড “GLAXOSMITH” পরিবর্তে “UNILEVERCL” নামে এবং ওষুধ ও রসায়ন খাতের পরিবর্তে “খাদ্য ও আনুষঙ্গিক” খাতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন করবে।

এদিকে নাম, ট্রেডিং কোড এবং খাত ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

(কেএইচকে / ২৫ নভেম্বর ২০২০)

Short URL: https://biniyougbarta.com/?p=129668

সর্বশেষ খবর