Responsive image

ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াশাল ১ নম্বর সার কারখানা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায়। যার ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন কোনো স্থাপনায় ছড়ায় নি।

(ডিএফই/এসএএম/২০ ফেব্রুয়ারি ২০২১)

 

 

 

 

Short URL: https://biniyougbarta.com/?p=137913

সর্বশেষ খবর