Responsive image

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলের জাহাজে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি তেলের জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আর দগ্ধ হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে পতেঙ্গায় যমুনা অয়েল কোম্পানির ৯ নম্বর ঘাটে এ অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সকাল ৭টায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুর্ঘটনার পর দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে জীবিত উদ্ধার ও আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া তরল জ্বালানি কনডেনসেট খালাসের সময় হঠাৎ জাহাজটির ইঞ্জিনকক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তারপরই আগুন ধরে যায়। বন্দরের একটি ও নৌবাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে ছুটে যায়। এ ছাড়া কোরিয়ান ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

(এসকে/এসএএম/২৯ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=143501

সর্বশেষ খবর