Responsive image

ছয় মানব পাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এই রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

সোমবার সকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন ওই ছয় মানবপাচারকারী। যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবং ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তারের পর প্রকাশ করেছেন তারা।’

যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।

জানা যায়, পলাতক ছয় আসামির মধ্যে নজরুলের বাড়ি মাদারীপুরে, শাহাদাতের ঠিকানা ঢাকায়। বাকি চারজনই কিশোরগঞ্জে। বর্তমানে এরা সবাই বিদেশে আছেন বলে সিআইডি কর্মকর্তারা জানান।

(কেএইচকে / ৩০ নভেম্বর ২০২০)

Short URL: https://biniyougbarta.com/?p=130215

সর্বশেষ খবর