নরসিংদীতে ‘বাঁধনহারা’ থিয়েটার স্কুলের পথনাটক ‘জীবনের জয়গান’ মঞ্চায়িত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সামাজিক ব্যাধি প্রতিরোধে ব্যতিক্রমী ধারায় জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন, নরসিংদীর তত্ত্বাবধানে মঞ্চায়িত হল বাঁধনহারা থিয়েটার স্কুলের পথনাটক ‘জীবনের জয়গান’।
মঙ্গলবার (০১ ডিসেম্বর ২০২০) সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক আয়োজিত বাঁধনহারা থিয়েটার স্কুল পরিবেশিত মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পথ নাটক “জীবনের জয়গান” পরিবেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাঁধনহারা থিয়েটার স্কুলের সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার ৪৯ বছরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি, কিন্তু এখনো বিভিন্ন সামাজিক সমস্যা আমাদের আঁকড়ে আছে। মুক্তযুদ্ধের মহান আদর্শে জাতির পিতার আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়তে অর্থনৈতিক স্বাবলম্বিতার পাশাপাশি সামাজিক অবক্ষয় মুক্ত দেশ গড়তে হবে। সাংস্কৃতিক চেতনা বিকাশের মাধ্যমই সামাজিক অবক্ষয় প্রতিরোধের প্রধান মাধ্যম তাই “জীবনের জয়গান” নাটকটির বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে মানুষের হৃদয়ে সামাজিক অবক্ষয় বিরোধী চেতনা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
সামাজিক সমস্যা রোধে জেলা প্রশাসনের সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত আছে এবং থাকবে।
(এসএএম/০২ ডিসেম্বর ২০২০)