Responsive image

জাতীয় সংসদের লাইব্রেরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: একাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র  ১নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কমিটির আহবায়ক মুহাম্মদ শফিকুর রহমান, এমপি’র সভাপতিত্বে সংসদ লাইব্রেরীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাব-কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, ফখরুল ইমাম এমপি, তানভীর ইমাম এমপি এবং শেখ এ্যানী রহমান এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে মুজিব শতবর্ষ উপলক্ষে ইতোমধ্যে সম্পন্ন হওয়া বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারের আধুনিকায়ন, প্রযুক্তিগত ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি এবং ‘বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বৈঠকে দশম জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’ কর্তৃক প্রণীত ‘গবেষণা নির্দেশিকা’ এর খসড়া পুনঃযাচাই; ‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি-২০১২’ যুগোপযোগীকরণ; লাইব্রেরীর গবেষণা শাখা কর্তৃক ইতোমধ্যে যে সকল বিষয়ে গবেষণা হয়েছে কিংবা গবেষণার জন্য যে সকল বিষয় প্রস্তাব করা হয়েছে কিংবা গবেষণার যে সকল বিষয় জরুরি ও জনগুরুত্বসম্পন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গৃহীত সুপারিশসমূহ মূল কমিটিতে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

(এসএইচআর/এসএএম/৯ ফেব্রুয়ারী ২০২১ইং)

Short URL: https://biniyougbarta.com/?p=137200

সর্বশেষ খবর