Responsive image

জামায়াতের সঙ্গে জোট পুরোপুরি রাজনৈতিক: ফখরুল

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোটকে পুরোপুরি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘যখন জামায়াতের সঙ্গে বিএনপির জোট গঠন করা হয় তখন এই বলে ঐক্য হয়েছিলো যে, আওয়ামী লীগ সরকার একনায়ক, স্বৈরাচারীভাবে দেশ পরিচালনায় রয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলনে বিএনপির পাশে জামায়াত থাকবে। এর বাইরে অন্য কিছু না। তাদের (জামায়াত) সঙ্গে যে জোট এটা পুরোপুরি রাজনৈতিক।’

জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ সেন্টার আয়োজিত গোলটেবিল বৈঠকে রবিবার তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০৩০ সালে জামায়াতের সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে সেটা এই মুহূর্তে বলার অবকাশ নেই। এজন্য বিএনপির ভিশন ২০৩০ এ জামায়াতের বিষয়টি উল্লেখ করার প্রয়োজন ছিল বলে মনে হয় না।’

গত বুধবার খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেন। এতে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে বলে ঘোষণা দেন খালেদা জিয়া। তবে সেখানে জামায়াত ও যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গ নিয়ে কোনো কথা ছিল না। এনিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বারবার বিএনপির সমালোচনা করেছে।

আওয়ামী লীগের প্রতিক্রিয়ার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তারা বলছেন এটা অন্তঃসারশূন্য, ফাঁপা বেলুন। কেউ আবার বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।’

গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী প্রমুখ।

(এসএএম/ ১৪ মে ২০১৭)

Short URL: https://biniyougbarta.com/?p=12247

সর্বশেষ খবর