Responsive image

জিবিবি পাওয়ারের শেয়ার দর বাড়ার কারণ নেই

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে এমন তথ্যই জানায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি জিবিবি পাওয়ারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর জিবিবি পাওয়ারের  শেয়ার দর ছিল ১৩ টাকা ৬০ পয়সা। ৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

(এসএএম/০৬ জানুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=134208

সর্বশেষ খবর