Responsive image

জেমস বন্ড এর ‘নো টাইম টু ডাই’ মুক্তি অক্টোবরে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ এপ্রিল থেকে পিছিয়ে নেওয়া হলো আগামী অক্টোবর মাসে। বৃহস্পতিবার ছবি প্রযোজনা সংস্থাটি এ ঘোষণা দেয়।

এমজিএম এবং কমক্যাস্ট কর্পোরেশনের প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স এর ‘নো টাইম টু ডাই’ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। পরে সেটা পিছিয়ে নেওয়া হয় নভেম্বরে; তারপর নির্ধারণ করা হয় এই বছর এপ্রিলে। এই ছবিতে জেমস বন্ডের ভূমিকায় ডেনিয়েল ক্রেইগ শেষবারের মতো অভিনয় করেছেন। ছবিটি নির্মাণে খরচ হয়েছে ২০ কোটি মার্কিন ডলার।

বিশ্বের অন্যতম লাভজনক ছবিগুলোর মধ্যে রয়েছে বন্ড সিরিজ। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্পেক্টার’ বিশ্বব্যাপি ৮৮ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে। অন্যদিকে ২০১২ সালের ‘স্কাইফল’ সারাবিশ্বে প্রায় শত কোটি মার্কিন ডলারে বেশি ব্যবসা করেছিল।

এই সময়ে বড় বাজেটের জনপ্রিয় ছবির মুক্তি তালিকায় থাকা ‘ব্ল্যাক উইডো’র তারিখ পরিবর্তন করা হয়েনি। ওয়াল্ট ডিজনি কর্পোরেশন-মার্ভেল স্টুডিওর এ ছবি মুক্তি পাবে আগামী ৭ মে মাসে।

(ডিএফই/২৩ জানুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=135532

সর্বশেষ খবর