Responsive image

টপটেন গেইনারের শীর্ষে প্রভাতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৮ টাকা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা য়ায়, বৃহস্পতিবার কোম্পানিটি ৩৯২ বারে ১৩ লাখ ৫৯ হাজার ৮০৫টি শেয়ার লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৮.৬৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৭.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – অগ্রণী ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, রূপালী ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।

(ডিএফই/০৮ এপ্রিল, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=141661

সর্বশেষ খবর