Responsive image

ডাচ-বাংলা ব্যাংকের ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

এর মধ্যে ১৫ শতাংশ কাশ ডিভিডেন্ড ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে।

শনিবার (৬ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৭ টাকা ৮৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৬৫ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩১ টাকা ২২ পয়সা। আগের বছর যা ছিল ১১ টাকা ৬৮ পয়সা।

আগামী ২৬ এপ্রিল, সোমবার সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

(এসএএম/০৬ মার্চ ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=138979

সর্বশেষ খবর