ডিসেম্বরে রফতানি বাণিজ্যে ভাঁটা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের রফতানি বাণিজ্য। এর প্রভাবে বছরের শেষে এসে লক্ষ্যমাত্রার চেয়ে কম রফতানি আয় অর্জিত হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, বিদায়ী বছরের ডিসেম্বরে পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ৩৩১ কোটি ডলার। একই সময় রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৩৫২ কোটি ৬০ লাখ ডলার। আর ২০১৯ সালের ডিসেম্বরে রফতানি থেকে আয় হয়েছে ৩৫২ কোটি ৯১ লাখ ডলার। অর্থাৎ গত ডিসেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ১৩ শতাংশ কম অর্জিত হয়েছে। আর ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের ডিসেম্বরে ৬ দশমিক ১১ শতাংশ কম রফতানি হয়েছে।
এদিকে চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই- ডিসেম্বর) রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলার। আর (জুলাই-নভেম্বর) প্রথম পাঁচ মাসে আয় ছিল ১ হাজার ৫৯২ কোটি ডলার। আর গত ২০১৯-২০২০ অর্থবছরের একই সময় আয় হয়েছিল ১ হাজার ৯৩০ কোটি ২১ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ হাজার ৯৬৭ কোটি ৬০ লাখ ডলার। সেখানে অর্জিত হয়েছে ১ হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলার।
(এসএএম/০৬ জানুয়ারি ২০২১)