Responsive image

তৌফিকা ফুডসের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে খাদ্য-আনুসঙ্গিক খাতের নতুন কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (লাভেলো আইসক্রিম) লিমিটেড।

বুধবার উভয় স্টক এক্সচেঞ্জে ‘এন’ক্যাটাগরিতে শেয়ার লেনদেন শুরু করে কোম্পানিটি।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন বেলা সাড়ে ১০টা পর্যন্ত শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে।

প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে লাভেলোর শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

(এসএএম/১০ ফেব্রুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137224

সর্বশেষ খবর