Responsive image

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:দেশের আর্থ-সামাজিক উন্নয়নে খোন্দকার ইব্রাহিম খালেদ অসামান্য অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি-২০২১) এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এমন  মন্তব্য করেন তিনি।  শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। দেশের ব্যাংকিং ব্যবস্থা আধুনিকায়নে তাঁর অবদান অনস্বীকার্য। খোন্দকার ইব্রাহিম খালেদ-এর মৃত্যুতে দেশ এক প্রতিভাধর সন্তানকে হারালো।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

(এসএএম/২৪ ফেব্রুয়ারী ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=138162

সর্বশেষ খবর