Responsive image

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আইপিও অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণ শেষ হবে বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি। কোম্পানিটি গত ১৪ ফেব্রুয়ারি, রবিবার আইপিও আবেদন শুরু করেছিল।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৬ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) রয়েছে ১১ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(ডিএফই/১৮ ফেব্রুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137783

সর্বশেষ খবর