পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দ্বিপক্ষীয় চুক্তির অধীনে শুক্রবার নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা একে অন্যকে হস্তান্তর করেছে ভারত ও পাকিস্তান। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে দুই দেশের মাঝে শুরু হয়েছিল এ রীতি, যেখানে বছরের প্রথম দিন তারা তালিকাটি একে অন্যের হাতে তুলে দিয়ে থাকে। এর আগে ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর তালিকা বিনিময়ের চুক্তিতে স্বাক্ষর করেছিল দুই পক্ষ। মূলত নিজেদের পারমাণবিক অবস্থান সুরক্ষিত রাখতে ব্যবস্থাটি গ্রহণ করেছিল তারা। খবর এনডিটিভি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের পারমাণবিক স্থাপনা ও সুযোগ-সুবিধাগুলোর ওপর হামলা ঠেকাতে করা একটি চুক্তির অধীনে এ তালিকা হস্তান্তরের কাজটি সম্পন্ন হয়েছে। নয়াদিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজটি একই সঙ্গে দুই দেশ সম্পন্ন করেছে।
মূলত কাশ্মীর নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘ সময় ধরে চলমান দ্বন্দ্ব এবং আন্তঃসীমান্তীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এ তালিকা বিনিময় কার্যক্রমটি সামনে আসে। এমনকি বর্তমান সময়ে দুই পক্ষের মাঝে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও কাজটি অব্যাহত রাখল তারা।
(ডিএফই/০২ জানুয়ারি ২০২১)