Responsive image

‘পুঁজিবাজার’ বিষয়ক মাস্টার্স কোর্স চালু করল বিআইসিএম

বিনিয়োগবার্তা ডেস্ক: মাস্টার অব অ্যাপ্লাইড ফিনান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএম) এর প্রথম স্তরে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এ কোর্সটি চালু করেছে বিআইসিএম।

বৈশ্বিক এবং স্থানীয় আর্থিক বাজারগুলোর পরিবর্তিত প্রেক্ষাপটে দক্ষ লোকবলের ঘাটতি পূরণের লক্ষ্যে প্রোগ্রামটি চালু করা হয়েছে।

ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা:

* ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি বা ৪.০০ স্কেলের মধ্যে সর্বনিম্ন ৩.০০ সিজিপিএ সমতুল্য (শ্রেণি / বিভাগ ‘সিস্টেমের অধীনে মূল্যায়নকারীদের জন্য ২য় শ্রেণি / বিভাগ), বা

* ৪ বছরের কম স্নাতক ডিগ্রিধারী (‘শ্রেণি / বিভাগ’ সিস্টেমের অধীনে মূল্যায়ন করা ব্যক্তিদের জন্য ২য় শ্রেণি / বিভাগ) যাদের জন্য ৪.০০ এর স্কেলে ৩.০০ বা তার বেশি সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি

যাদের জন্য সরাসরি ভর্তি:

* GMAT এর স্কোর কমপক্ষে ৫০০ বা কমপক্ষে ৩০০ এর GRE স্কোর

* সিএফএ, আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ, সিআইএমএ, সিপিএ, সিজিএ ইত্যাদির মতো কোনও অ্যাকাউন্টিং বা আর্থিক সংস্থার সদস্যপদ

আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২১

ভর্তি পরীক্ষা: ১১ জুন ২০২১

ক্লাস শুরু: ৪ জুলাই ২০২১

অনলাইন আবেদনের লিংক: www.bicm.ac.bd/payment

(পিজিডিসিএম / মাস্টার্স অ্যাপ্লিকেশন ফর্ম ট্যাবটি নির্বাচন করা না থাকলে এটি নির্বাচন করুন, প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করুন এবং মোট বাক্সে ১০৩০/ – টাকা রাখুন এবং নগদ, বিকাশ, রকেট, ভিসা ও এবং মাস্টার কার্ড  ব্যবহার করে টাকা প্রদান করুন)

অফলাইন আবেদনের জন্য বিআইসিএম-এর কার্যালয়ে যোগাযোগ করুন:

বিআইসিএম নিবন্ধকের কার্যালয়, ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।

টেলিফোন: ৯৫৮৮৫০৪ (সরাসরি)

(রবিবার-বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)

৯৫৮৮৫০৬-৭ (পিএবিএক্স)

০৮-০০০-৯৯-৯৯-৯৯ (টোল ফ্রি)

আরও জানতে কল করুন: ০১৫৭২১১২৪৯৬, ০১৫৩৭০৫৫০০৯

ওয়েবসাইট: www.bicm.ac.bd

(এসএএম/২৪ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=143053

সর্বশেষ খবর