Responsive image

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেল প্রথম এসএমই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রথম এসএমই কোম্পানি হিসেবে নিয়ালকো অ্যালুস লিমিটেডকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিএসইসির ৭৭০তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নিয়ালকো অ্যালুস নিকেল অ্যালমুনিয়াম কপার তৈরি করে। ১০ টাকা মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সাড়ে ৭ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে কোম্পানিটি। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি  যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে। সংগ্রহকৃত টাকা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ সেপ্টেম্বর,২০২০ সময় অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪৩ পয়সা।

জানা গেছে, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

(এসএএম/১৫ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=142243

সর্বশেষ খবর