Responsive image

প্রথম প্রান্তিকে চার বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা হুন্দাইয়ের

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা সংস্থা হুন্দাই মোটর কোম্পানির মুনাফা বেড়েছে ১৮৭ শতাংশ, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও প্রিমিয়ান জেনেসিসের মতো বিলাসবহুল গাড়িগুলোর চাহিদা বাড়ায় সংস্থাটির মুনাফায় এমন প্রবৃদ্ধি হয়েছে। খবর: রয়টার্স।

বিশ্বজুড়ে চিপ সংকটে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্রমাগত উৎপাদন কমিয়ে দেয়ার মধ্যেই এমন প্রবৃদ্ধির খবর দিল হুন্দাই।

খবরে জানানো হয়, কিয়া কর্পোর সঙ্গে একত্রে গাড়ি বিক্রি করা হুন্দাই বিশ্বের শীর্ষ ১০ গাড়ি নির্মাতার মধ্যে রয়েছে। জানুয়ারি থেকে মার্চ সময়কালে সংস্থাটির নিট মুনাফা ১১৬ কোটি ডলারে পৌঁছেছে। এটা ২০১৭ সালের প্রথম প্রান্তিকের পর সংস্থাটির সর্বোচ্চ মুনাফা। এ সময়কালে সংস্থাটির আয় ৮ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে।

বিশ্বজুড়ে চিপ ঘাটতির কারণে ফক্সওয়াগন, জেনারেল মোটরসসহ বড় বড় গাড়ি নির্মাতা প্রতিদ্বন্দ্বী উৎপাদন কমাতে বাধ্য হয়েছিল। হুন্দাই মোটরস প্রথম প্রান্তিকে এ ঘাটতি আটকাতে সক্ষম হয়েছিল। তবে দক্ষিণ কোরিয়ার সংস্থাটিরও এখন চিপের মজুদ কমে আসছে। সংস্থাটি এখন সাময়িকভাবে উৎপাদন স্থগিত করার পরিকল্পনা করছে এবং সর্বাধিক জনপ্রিয় মডেলগুলোর জন্য চিপ সংরক্ষণ করবে।

(এসএএম/২৪ এপ্রিল ২০২১)

 

Short URL: https://biniyougbarta.com/?p=142880

সর্বশেষ খবর