Responsive image

প্রথম প্রান্তিকে ব্যাপক লোকসানে বোয়িং

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ৫৩ কোটি ৭০ লাখ ডলার লোকসানের সম্মুখীন হয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা সংস্থা বোয়িং। খবর: রয়টার্স।

বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ ক্যালহাউন বলেন, করোনা মহামারী সর্বজনীনভাবে বাজার ব্যবস্থায় প্রভাব ফেলেছে। এ মুহূর্তে আমরা ২০২১ সালকে আমাদের ব্যবসা ঘুরে দাঁড়ানোর অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি। কারণ বিশ্বজুড়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা সরকার ও উড়োজাহাজ খাতের সঙ্গে যৌথভাবে কাজ করছি। ক্যালহাউন যোগ করেন, বিশ্বজুড়ে ৭৩৭ ম্যাক্সের পরিষেবা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তার সমাধানে বিশ্বের নিয়ন্ত্রক ও গ্রাহকদের নিয়ে কাজ করছি।

২০১৮ সালের অক্টোবরে এবং ২০১৯ সালের মার্চে বিশ্বে বড় দুটি দুর্ঘটনার পর বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রীত ৭৩৭ ম্যাক্সের বাজার বন্ধ হয়ে যায়। ওই দুই দুর্ঘটনায় আর্থিকভাবে লাখ কোটি ডলার ক্ষতির মুখে পড়ে সংস্থাটি ।

(এসএএম/০৩ মে ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=143806

সর্বশেষ খবর