Responsive image

বাংলাদেশ কোচের লক্ষ্য ৫২০ রান!

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৭৪। বলা যায় একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে ফেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। হাতে এখনও ৬ উইকেট।

বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো খুব বেশি দুর যেতে রাজি নন। তার আশা, বাংলাদেশের স্কোর ৫২০ হলেই যথেষ্ট। কোথায় গিয়ে থামবে বাংলাদেশ, জানতে চাইলে কোচ ডোমিঙ্গো বলেন, ‘আগামী তিন দিনে আমরা ভালো কিছু সময় তৈরি করে নিতে চাই। আমি মনে করি না, অনেকগুলো ওভার নষ্ট হয়েছে (আজ ২৫ ওভার খেলা হয়নি)। এটা নিয়ে হয়তো আমরা আজ সারা রাত আলোচনা করতে পারি। তবে, আমি চাইবো কাল সকালে দ্রুত কিছু রান তুলে নিতে। ৫২০ রান হলেই আমি মনে করি তা হবে যথেষ্ট এবং স্বাগতিকদের ওপর দারুণ চাপ সৃষ্টি করা যাবে।’

তাহলে কী ম্যাচ শেষে জয় আশা করা যায়? জানতে চাওয়া হয় কোচের কাছে। জবাবে ডোমিঙ্গো বলেন, ‘আমি আসলে এখনও চিন্তামুক্ত নই। তবে বিশ্বাস আছে আমাদের ছেলেরা ভালো খেলতে পারবে। আমাদের দলে অনেকগুলো ভালো ব্যাটসম্যান আছে। তারা এ ধরনের ভালো উইকেটে কতটা ভালো ব্যাট করা যায়, সে রাস্তা খুঁজে পেয়েছে।’

‘গত কয়েক সপ্তাহে তারা অনেক সমালোচনার শিকার হয়েছে। কিন্তু সে সব গায়ে না মেখে তারা ফিরে এসেছে এবং বিদেশের কন্ডিশনে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। তারা খুবই ইতিবাচক এবং জয়ের জন্য ক্ষুদার্ত। এ জন্য কঠোর পরিশ্রম করেছে। এই টেস্টে এখনও পর্যন্ত এই পরিশ্রমের প্রতিদান পেয়েছে তারা।’

‘তবে টেস্ট জয় অনেক দুরের ব্যাপার। তবে এটা নিয়ে যে এখনই চিন্তা করছি না, তা নয়। আমাদের এই মুহূর্তে মূল ফোকাস হচ্ছে, আগামীকাল সকালে প্রথম সেশনটি ভালো খেলতে হবে। যদি এই টেস্ট জিততে হয়, তাহলে আমাদের সামনে আরও কঠিন পরিশ্রম অপেক্ষা করছে।’

বলা হয়, টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার সামর্থ্য থাকতে হবে। তাহলে টেস্ট জয় সম্ভব। সেটা কী সম্ভব বাংলাদেশ দলের জন্য? এ নিয়ে কোচ ডোমিঙ্গো বলেন, ‘আমরা জানি যে এটা একটা দারুণ উইকেট। তবে, এর সঙ্গে প্রচুর গরম রয়েছে। ডানহাতি ব্যাটসম্যানের জন্য অফ স্ট্যাম্পের বাইরে বেশ ভালো অবস্থা তৈরি হয়েছে (রান করার জন্য)। তবে আশা করি আমাদের স্পিনাররা এ ক্ষেত্রে ভালো করতে পারবে।’

‘একটি বড় স্কোরের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামাটা অনেক সময় ক্লান্তিকর বিষয় হয়ে দাঁড়ায়। এটাকে বলে স্কোরবোর্ড প্রেসার। যে কারণে একটি-দুটি ভুল হয়ে যাওয়া খুব স্বাভাবিক। একজন কিংবা দুইজন বোলারের কাছ থেকে কয়েকটি ভালো স্পেলের বোলিং হলে অবশ্যই ২০ উইকেট নেয়ার দারুণ সুযোগ তৈরি হবে। আমরা জানি, আগামী কয়েকদিনে এ বিষয়টা হবে খুব কঠিন। এ ধরনের ভালো ব্যাটিং উইকেটে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয় উইকেট পাওয়ার জন্য।’

(ডিএফই/২২ এপ্রিল, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=142812

সর্বশেষ খবর