Responsive image

ডি-৮ দেশগুলোতে সংযোগ স্থাপনসহ চার বিষয়ে গুরুত্বারোপ শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর শীর্ষ নেতাদের বৈঠকে চারটি বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এগুলো হলো- দক্ষতা বিকাশের মাধ্যমে আমাদের যুবকদের শক্তি বাড়ানো, আইসিটির সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো, প্রয়োজনীয় আইনি, প্রাতিষ্ঠানিক এবং অবকাঠামোগত কাঠামো তৈরি করা এবং বাণিজ্য ও বিনিয়োগের সুবিধার্থে সংযোগ স্থাপনের উন্নতি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।  এটি ডি-৮ এর ১০ম সম্মেলন।

বাংলাদেশে এবারের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে ভার্চুয়ালি বৈঠকটি শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন জোটের সদস্য দেশ মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

(এসএএম/০৮ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=141670

সর্বশেষ খবর