Responsive image

বিএম এলপি গ্যাস ও বিএম এনার্জির সাথে পদ্মা অয়েলের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিএম এলপি গ্যাস ও বিএম এনার্জির সাথে চুক্তি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএম এলপি গ্যাস ও বিএম এনার্জি (বিডি) লিমিটেড ওলি নগর, বারাবকুন্ডা, চট্টগ্রামে অবস্থিত।

চুক্তি অনুযায়ীম পদ্মা অয়েল রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস এবং পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে। আর প্রতি লিটার এলপিজি ৫০ পয়সায় বিক্রি করবে কোম্পানিটি।

(এসএএম/১০ ফেব্রুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137214

সর্বশেষ খবর