Responsive image

ভিয়েতনামের সার্জিক্যাল মাস্ক রফতানি বেড়েছে ২৬.০৩ শতাংশ

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের মার্চে ভিয়েতনাম থেকে ছয় কোটির বেশি মাস্ক রফতানি হয়েছে, যা গত মাসের তুলনায় ২৬ দশমিক ৩ শতাংশ বেশি। মার্চে সারা দেশের ৩৫টি সংস্থা ছয় কোটির বেশি মাস্ক রফতানি করেছে। ভিয়েতনাম কাস্টম জেনারেল বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ভিয়েতনাম টাইমস।

খবরে বলা হয়, বছরের প্রথম তিন মাসে দেশটি প্রায় সাড়ে ১৭ কোটি বিভিন্ন ধরনের সার্জিক্যাল মাস্ক রফতানি করে। এর মধ্যে জানুয়ারিতে প্রায় সাড়ে ছয় কোটি এবং সাড়ে চার কোটি ফেব্রুয়ারিতে রফতানি হয়। গত বছর দেশটির সংস্থাগুলো ১৩৭ কোটি সার্জিক্যাল মাস্ক বিভিন্ন দেশে রফতানি করেছিল।

সংশ্লিস্টরা বলছেন, ইউরোপ ও আমেরিকার পাশাপাশি বেশ কয়েকটি দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মেডিকেল মাস্কের চাহিদা বেড়েছে। ২০২০ সালে দেশটির সরকার রফতানি পণ্যের মান যাচাইসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে। ফলে ওই বছরের মাঝামাঝিতে দেশের রফতানি বাজার স্বাভাবিক হয়ে আসে। সেই   সঙ্গে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মাস্কের চাহিদাও বেড়েছে।

(এসএএম/১৯ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=142486

সর্বশেষ খবর