Responsive image

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে টাইগার উডস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন গলফ সুপারস্টার টাইগার উডস।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন টাইগার উডস। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, ৪৫ বছর বয়সী টাইগার উডস নিজেই তার গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে গাড়ি কেটে বের করে আনা হয়। একটি টুর্নামেন্টের অতিথি হিসেবে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন টাইগার উডস।

এই বিষয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, গাড়িটি বড়ো ক্ষতির সম্মুখীন হয়েছে। উডসকে গাড়ি কেটে বের করে আনা হয়। পরে তাকে হাসপাতালে পাঠনো হয়।

(ডিএফই/২৪ ফেব্রুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=138193

সর্বশেষ খবর