স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড ও আরএক সিরামিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আরএকে সিরামিকসের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
অন্যদিকে ইনটেক জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পটে লেনদেন শেষ হবে ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি, রবিবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
(ডিএফই/২২ ফেব্রুয়ারি, ২০২১)