Responsive image

মাইডাস ফাইন্যান্সের ইজিএম ৩০ মার্চ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এম/এস হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে চার্টার্ড অ্যাকাউন্টেড নিয়োগ দেবে। একারণে কোম্পানিটি ইজিএমের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি এম/এস, মাহেফেল হক অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউনটেন্ডের পরিবর্তে এম/এস হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে চার্টার্ড অ্যাকাউন্টেড নিয়োগ দেবে। কোম্পানিটির পরবর্তী এজিএমে তাদের সম্মানী নির্ধারণ করা হবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং অন্যান্য রেগুলেটরি অর্থরিটির সম্মতি নিতে আগামী ৩০ মার্চ সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

(ডিএফই/১৪ ফেব্রুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137474

সর্বশেষ খবর