Responsive image
সর্বশেষ সংবাদ:

মানিকগঞ্জে ‘দে-ছুট ভ্রমণ সংঘ’র ফটো কন্টেস্ট ও জোলাভাতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন ‘দে-ছুট ভ্রমণ সংঘ’র ফটো কন্টেস্ট ২০২০ এর পুরষ্কার বিতরণ ও আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য জোলাভাতি আয়োজন সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ভাটিরচর গ্রামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

হাসিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন দে-ছুট এর চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম, বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন ও প্রিমিয়াম অর্গানাইজার এম.এ কালাম।

ফটো কন্টেস্ট ২০২০ ১ম হয়েছেন মুহাম্মদ নাজমুল। ২য় হয়েছেন মুহাম্মদ হানিফ ও ৩য় বিজয়ী হয়েছেন মুহাম্মদ হাফিজুর রহমান। সংগঠনের নিবেদিত প্রাণ হিসেবে পুরুস্কার ও সার্টিফিকেট অর্জন করেন মুহাম্মদ ফারুক, রফিকুল ইসলাম ও মেহেদি হাসান।

চীফ অর্গানাইজার তার বক্তব্যে বলেন, দে-ছুট দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে চলা একটি ব্যতিক্রম ভ্রমণ সংগঠন। এই সংগঠন দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেয়ার জন্য নীরবেই কাজ করে যাচ্ছে। যা তাদের নিজস্ব অর্থায়নেই চলছে। তিনি ভাটিরচরের সাংবাদিক ও সফল আধুনিক মধুচাষ প্রকল্প বাস্তবায়ন উদ্যোক্তা মুয়াজ্জেমসহ যারা উক্ত আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

(জেএইচ/এসএএম/২৮ নভেম্বর ২০২০)

Short URL: https://biniyougbarta.com/?p=129903

সর্বশেষ খবর