Responsive image

মূল্যসূচকের পতনেও লেনদেনের উত্থান

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমেছে এবং ডিএসই ৩০ সূচক ৬৭ পয়েন্ট কমেছে।

ডিএসইতে সোমবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৮ কোটি ২৮ লাখ টাকা বেশি। রবিবার লেনদেন হয়েছিল ৭৭১ কোটি ৫২ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৪৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, দর কমেছে ২৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে।

সোমবার সিএসইতে হাত বদল হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

(ডিএফই/০৮ ফেব্রুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137086

সর্বশেষ খবর