লাভেলো আইসক্রিমের আইপিও’র শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া তৌফিকা ফুডস এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের লোভেলো আইসক্রিমের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৭ ফেব্রুয়ারী (রোববার) কোম্পানিটির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে গত ২৬ জানুয়ারি কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়।
কোম্পানিটি গত ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।
লাভেলো আইসক্রিম ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। ওই অর্থ দিয়ে কোম্পানি মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করবে।
গত ১৫ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।
৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব-বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ দশমিক ৫ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পত্তি মূল্য (এনএভিপিএস) ছিল ১২ দশমিক ১৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড।
(ডিএফই/০৭ ফেব্রুয়ারি, ২০২১)