Responsive image

‘দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে শেয়ারবাজার, আগামীতেও রাখবে’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শেয়ারবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে এবং আগামীতেও রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

তিনি বলেন, শেয়ারবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই। আমাদের ক্যাপিটাল মার্কেট এখন খুবই ভালো করছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে ৫২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

শিবলী রুবাইয়াত-উল- ইসলাম বলেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই বাংলাদেশের সোস্যাল, ইকোনমিক ডেভোলপমেন্টের কথা তুলে ধরছি। এই উন্নয়নে সরকারের পাশাপাশি ছোট বড় সকল প্রতিষ্ঠানের অবদান রয়েছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দিন, আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ প্রমুখ।

(এসএএম/২৭ ফেয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=138361

সর্বশেষ খবর