Responsive image

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ই-জেনারেশন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ৫৯.৫১ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮.৬৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৬৭ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, বিকন ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশন, ফাইন ফুডস, তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ ও এআইবিএল ফার্স্ট ইসলমিক মিউচুয়াল ফান্ড।

(ডিএফই/৬ মার্চ, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=138966

সর্বশেষ খবর