Responsive image

সিঙ্গাপুরে ৪০ কোটি ইউরো বিনিয়োগ করবে সনোফি

বিনিয়োগবার্তা ডেস্ক: সিঙ্গাপুরে একটি নতুন টিকা উৎপাদন সাইটে ৪০ কোটি ইউরো বিনিয়োগ করবে সনোফি। আগামী পাঁচ বছরে এ বিনিয়োগ করা হবে। খবর: রয়টার্স।

একটি বিবৃতিতে ফরাসি ওষুধ প্রস্তুতকারী এ সংস্থাটি জানিয়েছে, নতুন সাইটটি এশিয়ার জন্য বিপুল পরিমাণ টিকা উৎপাদন এবং ভবিষ্যৎ মহামারীর ঝুঁকির প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় ২০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

(এসএএম/১৮ এপ্রিল ২০২১)

 

Short URL: https://biniyougbarta.com/?p=142196

সর্বশেষ খবর