Responsive image

সূচকের উত্থানে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। একইসঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২০৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেখা যায়, ডিএসই প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। টাকার অংকে সিএসইতে ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ডিএফই/১৫ এপ্রিল, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=142183

সর্বশেষ খবর