সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন। লেনদেনে অংশ নেওয়া বিশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২১৩ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ৯১টির এবং দর পরিবর্তীত রয়েছে ৯১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২১৩ কোটি টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকা।
(ডিএফই/২৫ ফেব্রুয়ারি, ২০২১)