Responsive image

২৮শে ‘দে-ছুট’ 

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন ‘দে-ছুট ভ্রমণ সংঘ’ আগামী ১মে ২৮ বছরে পদাপর্ণ করতে যাচ্ছে। চলমান কোভিড ১৯ মহামারীর কারণে এবার সংগঠনটি অনান্যবারের মত কোনো উৎসবের আয়োজন করবে না।

‘দে-ছুট’ এর প্রতিষ্ঠাতা চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম জানিয়েছেন, এবার প্রতিষ্ঠাউৎসব করার বদলে আমরা যথাসাধ্য দুস্থদের সহায়তা করার চেষ্টা করব।

তিনি বলেন, ‘দে-ছুট’ শুধু মাত্র একটি ভ্রমণ সংগঠনই নয়, একটি সামাজিক সংগঠনও বটে। ভ্রমনের পাশাপাশি এর

ভ্রমণ বন্ধুরা সংগঠনটিকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গেও জড়িয়ে রেখেছেন। দেশ ও জনগণের প্রতি রয়েছে ‘দে-ছুট ভ্রমণ সংঘ’র বিশেষ দায়িত্ববোধ।

 

জানা গেছে, ‘দে-ছুট’ এর চীফ অর্গনাইজার মুহাম্মদ জাভেদ হাকিম সংগঠনটিকে অলাভজনক ভ্রমণ সংগঠন হিসেবে পরিচালনা করে আসছেন। দেশের নানা প্রান্তের নয়নাভিরাম নিত্য-নতুন দর্শনীয় স্থানসমুহ ভ্রমণ করে বিভিন্নভাবে সামাজিক যোগযোগ মাধ্যম ও জাতীয় গণমাধ্যমগুলোতে লেখনির মাধ্যমে তা ফুঁটিয়ে তুলতে চেষ্ঠা করছেন। এতে দেশের পর্যটনশিল্পের বিকাশ হবে বলে মনে করেন প্রধান সংগঠক। প্রায় এক দশকের অধিক সময় ধরে পর্যটন শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

 

‘দে-ছুট’ এর বন্ধুরা গণমাধ্যমের সংবাদকর্মী ও ভ্রমণ পিপাসুসহ দেশবাসীকে ১মে ২৮ বছরে পদাপর্ণ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে সংগঠনটি যেন  ভবিষ্যতে পর্যটন শিল্পের বিকাশে আরও কাজ করতে পারে এবং আরো অনেক দূর এগিয়ে যেতে পারে, সেজন্য সকলের দোয়া চেয়েছেন।

(এমজেএইচ/এসএএম/২৯ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=143609

সর্বশেষ খবর