৩ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানি দুটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আইডিএলসি ফাইন্যান্স কোম্পানির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করা হতে পারে।
আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
বিডি ফাইন্যান্সের বোর্ড সভা রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
(ডিএফই/১৭ ফেব্রুয়ারি, ২০২১)