Responsive image

৫ দিনব্যাপি ‘সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ার’ এর আয়োজন করবে চিটাগাং উইমেন চেম্বার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাস মহামারিতে মেলা, উৎসব, পূজা, পার্বণ, প্রদর্শনী বন্ধ ছিল। তাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশের সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা। উদ্যোক্তাদের নতুন দিনে স্বপ্ন দেখাতে ভালোবাসা দিবসকে বেছে নিয়েছে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

নারী উদ্যোক্তাদের এ সংগঠন ভালবাসা দিবস ও বসন্ত উৎসবকে সামনে রেখে আয়োজন করছে পাঁচ দিনব্যাপী ‘সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ার’।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোটেল আগ্রাবাদে এ পণ্য প্রদর্শনী শুরু হবে।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন উইমেন কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা সমিতির (বাওয়া) সভাপতি কামরুন মালেক। বিশেষ অতিথি থাকবেন প্রজন্ম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত, পুনাক সিএমপির সহ-সভানেত্রী শিউলি ভৌমিক।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উইমেন চেস্বারের চেয়ারপার্সন রেবেকা নাসরিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা মহামারিতে বাংলাদেশের সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বেশিরভাগ ছোট ছোট মেলা, উৎসব, পূজা, পার্বণ, প্রদর্শনী নির্ভর। মহামারির কারণে এসব আয়োজন হয়নি। তাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের উজ্জীবিত করতে ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সিএমএসএমই প্রডাক্টস ফেয়ারের আয়োজন করা হচ্ছে। এতে ৩০-৩৫পি স্টল থাকবে।

নারী উদ্যোক্তাদের এসএমই ব্যাংকগুলোর সেতুবন্ধন তৈরি ও প্রাথমিক ঋণ আবেদনে সহায়তার জন্য ব্র্যাক ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থাকবে সিএমএসএমই প্রডাক্টস ফেয়ারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) সভাপতি আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নিশাত বাসরাক, পরিচালক হোমায়রা মোস্তফা সোহানা, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার প্রমুখ।

(এসএএম/১০ ফেব্রুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137235

সর্বশেষ খবর