না ফেরার দেশে বিনোদ খান্না
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বলিউড সুপারস্টার বিনোদ খান্না। নিজের অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করতে পারলেও মৃত্যুর কাছে হেরে যান।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মুম্বাইয়ের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭০ বছর বয়সী বিনোদ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা ও পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গেলো ৩১ মার্চ অভিনেতা বিনোদ খন্না গুরুতর অসুস্থ হয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন এবং রিসার্চ সেন্টারে ভর্তি হন।
(এমআইআর/ ২৭ এপ্রিল ২০১৭)