শাকিব খান অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন ঢালিউডের চিত্রনায়ক শাকিব খান। শনিবার বিকেলে এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

পরিচালকদের হেয় করা হয়েছে উল্লেখ করে কয়েকদিন আগে পরিচালক সমিতি থেকে একটি উকিল নোটিশ পাঠানো হয় শাকিব খানের কাছে।

বিষয়টির সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত সব পরিচালককে শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ না করার আহ্বান জানায় পরিচালক সমিতি। এ নিয়ে কয়েকদিন ধরেই নির্মাতা ও শিল্পীরা নানাভাবে তাদের মনোভাব ব্যক্ত করছেন।

(এসএএম/ ২৯ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)