শাকিব খানের দুঃখ প্রকাশ, খোকনের সাথে কোলাকুলি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পরিচালক সমিতিতে এসে দুঃখ প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ সময় নির্মাতা বদিউল আলম খোকনের সাথে কোলাকুলি করেন তিনি।
রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এফডিসির পরিচালক সমিতির সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেছেন, ‘শাকিব তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে। আশা করি, সব কিছুর ভালো একটি সমাধান হবে। আজ সোমবার পরিচালক সমিতির মিটিং দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। তারপর আমরা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবো।’
পরিচালকদের হেয় করে মন্তব্য করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের ১২টি সংগঠন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নেয়।
এ ঘটনার প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায়শাকিব খান পরিচালক সমিতিতে এসে দুঃখ প্রকাশ করেন। শাকিব বলেছেন, ‘আমি পরিচালকদের নিয়ে নেতিবাচক অর্থে কিছু বলিনি। আমার কথার কারণে যদি পরিচালকরা মনে কোনো রকম কষ্ট পেয়ে থাকেন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।’
(এসএএম/ ০১ মে ২০১৭)