শাকিব খানের নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মান না করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
সোমবার (১ মে) বিকেলে বিএফডিসিতে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।
এরআগে ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সংগঠন।
পহেলা মে চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘শাকিবকে নিষিদ্ধ করা হয়নি। চলচ্চিত্র সংশ্লিষ্ঠ সংগঠনগুলো তাকে নিয়ে কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। শাকিব তার ভুল বুঝতে পেরেছে। তাই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।’
এদিকে সকল সংগঠনের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করে চলচ্চিত্রের সুষ্ঠ পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো। এই নীতিমালা ভাঙলে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে।
(এসএএম/ ০১ মে ২০১৭)