যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে টিপিপি চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের না করার পর তাকে পাশ কাটিয়ে বিতর্কিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি টেনে তুলতে সম্মত হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থমন্ত্রীরা। স্থানীয় তারিখ অনুযায়ী সোমবার ভিয়েতনামে ১১ দেশের নেতারা বৈঠক করেন। বৈঠকে তারা যুক্তরাষ্ট্র ছাড়াই এ চুক্তিকে এগিয়ে নিতে একমত পোষণ করেন।
তবে তারা যুক্তরাষ্ট্রের জন্য এ চুক্তির দরজা সব সময় খোলা রাখার ব্যবস্থা করেছেন।
ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিংহাসনে বসেন। ক্ষমতায় আসার পরই তিনি ১২ দেশের এ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।
বিবিসির খবরে বলা হয়, ১১ দেশের প্রতিনিধিরা জানিয়েছেন যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় এ চুক্তিতে ফিরে আসতে পারবেন।
দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে তা এখনো অনুসমর্থন করা হয়নি।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো ছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই দারুস সালাম, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।
দেশগুলো বর্তমান বৈশ্বিক বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে। এর মধ্য যুক্তরাষ্ট্র জানুয়ারিতে নিজেদের প্রত্যাহার করে নেয়।
ফক্স নিউজের খবরে বলা হয়, মার্কিন প্রতিনিধিরা আবারও স্পষ্ট করেছে, তারা এ চুক্তিতে ফিরবে না।
অর্থনৈতিক বন্ধন গভীরতর এবং প্রবৃদ্ধি সমৃদ্ধ করা চুক্তিটির উদ্দেশ্য বলে জানানো হয়।
এ চুক্তির অনুসমর্থনকে বাংলাদেশের পোশাক খাতের অন্যতম বাধা বলে ভাবা হচ্ছিল।
এ চুক্তির ফলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ ছিল ভিয়েতনাম। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে আসার ফলে সে শঙ্কা কিছুটা কেটে গেল। কারণ যুক্তরাষ্ট্র টিপিপিতে থাকলে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে তৈরি পোশাক রপ্তানি করতে পারতো। তাতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের যে চাহিদা রয়েছে, তা ভিয়েতনামের দখলে চলে যেত।
(ইউএম/ ২১ মে ২০১৭)